গাজীপুর মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা হলো চৌরাস্তা। রাজধানী ঢাকার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই এলাকাটি প্রতিদিন লাখো মানুষের চলাচলের মাধ্যম।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, সামান্য বৃষ্টিতেই গাজীপুর চৌরাস্তা এলাকায় সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা।
অপর্যাপ্ত ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত না হয়ে রাস্তায় জমে থাকে। এর সাথে ড্রেনের অপরিষ্কার ও দূষিত পানিও রাস্তায় উপচে পড়ে, ফলে রাস্তার অবস্থা হয়ে পড়ে নোংরা, দুর্গন্ধময় এবং চলাচলের অযোগ্য।
পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ প্রতিটি স্তরের মানুষকে তখন দুর্ভোগের শিকার হতে হয়।
পানি জমে থাকার ফলে জনগণকে হাটু বা কোমর সমান পানির মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হতে হয়। এতে বিশেষ করে শিশুরা, বৃদ্ধরা এবং নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির মুখোমুখি হন জলাবদ্ধ রাস্তায়।