ঢাকা | বঙ্গাব্দ

রংপুরের কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার:

  • প্রতিনিধির নাম :মাটি মামুন রংপুর : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1105 জন
রংপুরের কাউনিয়ায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার: ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
রকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ। এর আগে বুধবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার মীরবাগ বিষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার আব্দুল মজিদ উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্চাসেবক লীগের সাবেক সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের মহেশা গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে।কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টায় নেতাকর্মীদের নিয়ে গোপনে মিটিং করেন।

সেই মিটিং থেকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে তাকে ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, গত বছরের ২৯ ডিসেম্বর রংপুর নগরীর তাজহাট এলাকায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা এবং ওমর ফারুক আহতের ঘটনায় করা মামলায় আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলায় জামিনে ছিলেন তিনি।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদে চিঠি

ড. ইউনূসকে ৫ বছর ক্ষমতায় চেয়ে পাগলা মসজিদে চিঠি