আত্মোপলদ্ধি
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ আমার পিতা কবি ডাঃ আব্দুল হালিম সরদার
এর কিছু শাসন-উপদেশ মূলক কথা শুনে অনুপ্রাণিত
হয়ে লিখেছি)
আপনাকে ভাবো যদি অনেক বড়-
অজ্ঞাতই হয়ে যাবে মননে জড়সড়,
পরের আলোয় নিজের চেহারা-
চকচকে দেখেই হয়োনা আত্মহারা ।
ধরতে শেখো কর্মে আপনার গুন দোষ-
আপনাকে ছোট ভেবো করে আপোষ,
নিজের ভাবনা ভূলে ভাবো অপরের তরে-
তবেই লাভিবে প্রশান্তি নেকাত্মায় অন্তরে ।
বলে যদি লোকে বড় তোমায় মহৎ তুমি-
সমাজে পাবে মুল্যায়ন পরিচিতি তুমি গুনী,
আত্মতুষ্টিতে ভোগা লোকের জীবনে-
প্রকৃত সুখ মেলে কি সামাজিক সন্ধিক্ষণে!
যারা ভাবে আপন স্বার্থ সামাজিকতায় কিঞ্চিত-
করতে পারেনা তারা বিচার কি উচিত-অনুচিত,
জ্ঞানীরা সমাজের ভালো মন্দ কাজের গতি দেখে-
ন্যায়-নীতির কথা বলে প্রতিবাদ করতে শেখে।
আত্মজিজ্ঞাসার মূলে যদি থাকে ধর্ম চেতনা-
সমাজ কভুও তোমার থেকে পাবেনা যাতনা,
আপনাকে ছোট ভেবে কাজ করো সুখের তরে-
শ্রেষ্ঠত্বে সমাজ-ধর্ম-মানুষ থাকবে সবার উপরে......
তারিখ: ২৭ এপ্রিল ২০১১
ঈশায়ী, দুপুর:১২:৪৭ মিনিট
মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, কুয়াবাসী, চাটমোহর, পাবনা