শ্রমিকের কথা✌
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা ।
আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকেরা-
করেছিল ধর্মঘট ও অবরোধ আন্দোলন,
পেয়েছে কি তাদের স্বাধীনতা তারা-
আমরা কি উদার্য দেখেছি তাদের মন !
কাজের বিনিময়ে পায় টাকা কড়ি-
পায় কত ধিক্কার লাঞ্ছনা কাজে,
তা দিয়ে যে চালায় সংসার বাড়ি-
তবুও দুঃখ করেনা ওরা সমাজে!
আমাদের মত ওরাও তো মানুষ-
আছে আমাদের মতই বাঁচার অধিকার,
তবে কেন আজ ওরা নিগৃহীত ফানুস-
ওদের প্রতি আমাদের এ কেমন বিচার!
শ্রমিকেরা কল কারখানায় করে কাজ-
তাই মুখে ওঠে দু'মুঠো শান্তির অন্ন,
ওদের বিহীন কেমনে চলতো সমাজ-
কেমন করে; জীবন হতো বিপন্ন!
শ্রমিকেরা মহৎ শ্রমে ভীত গড়ে যায়-
টাকা কড়ি কামাই আমরা ওদের শ্রমে,
সে ভীতে আমাদের ভবিষ্যত জমায়-
প্রশংসা করিনা ভূলেও শ্রমিকদের ঘামে।
শ্রমিক সমাজে হও এক আদায় কর হক-
আট ঘন্টা কাজের বিনিময়ে কর পুর্ন শ্রম,
জ্বালাও ধনী সমাজে প্রীতি ও স্নেহালোক-
যাতে পাও ভালোবাসা কেটে যাক ভ্রম......
(রচনাকালঃ চব্বিশে এপ্রিল'২০০৫ঈশায়ী,
(বিকেলঃ ০৫:০১__০৫:১৪,
টুটুল মেস, বালুচর, চাটমোহর,পাবনা)
নিউজটি পোস্ট করেছেন :
মোঃ সেলিম মিয়া