আজ পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস ।শ্রমজীবী মানুষের অধিকার ও দাবি আদায়ের দিন। দিবস উপলক্ষে সরকারি ছুটি ও রয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরেও বাংলাদেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।
১৮৮৬ সালে এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটে দৈনিক ৮ ঘণ্টা কর্মময় ও ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা । আন্দোলনরত শ্রমিকদের দমাতে মিছিলে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ ।এতে ১১ জন শ্রমিক নিহত হয়। আহত ও গ্রেপ্তার হন আরো বহু শ্রমিক ।পরে প্রহসনমূলক বিচারের মাধ্যমে গ্রেফতারকৃত শ্রমিকদের মধ্যে ৬ জন কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় ।শেষ পর্যন্ত শ্রমিকদের বিজয় হয় ।কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।
১৮৮৯ সালে ১৪ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে পহেলা মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় ।পরে ১৮৯০ সাল থেকে পহেলা মে বিশ্বব্যাপী "মে দিবস" বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করে আসছে।
দিবসটি উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে সকাল ১০.০০ ঘটিকার সময় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্মাণ শ্রমিক দলের সভাপতি মোঃ কলমের সভাপতিত্বে মোঃ মোবারক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো. হামিদুর রহমান দুলাল,উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আরফান আলী প্রধান,নির্মাণ শ্রমিক দল সাধারণ সম্পাদক মো. আশরাফুল,মো. আকমল প্রমূখ।