গত পহেলাএপ্রিল ২০২৫ ইং চাটমোহরের মথুরাপুর ইউনিয়নের তেনাচিরা তেলপাম্প সংলগ্ন ভিলেজ ক্যাফে রেস্টুরেন্টে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডুসাকের প্রতিষ্ঠাতা উপদেষ্টা এম. এ. হাসেম, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল লুৎফর রহমান পলাশ, এবং যুগ্মসচিব এম. আব্দুর রহিম সহ অন্যান্য গুণী ব্যক্তিবর্গের উপস্থিতিতে কমিটির আংশিক ঘোষণা করা হয়।
সে সময় সদ্য বিদায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মুসা ও সাধারণ সম্পাদক মোঃ মামুন সরকারের স্বাক্ষরিত প্যাডে নতুন সভাপতি হিসেবে মোঃ আলমাস হোসাইন (সেশনঃ ২০১৯-২০২০) ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আসিফুল ইসলাম অনন্ত (সেশনঃ২০২০-২০২১) এর নাম প্রকাশ করা হয়।
নবগঠিত নেতৃত্ব ডুসাককে আরও সক্রিয় ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছে। তাঁরা পাঁচটি মূল লক্ষ্যকে সামনে রেখে সংগঠনের ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ করেছেনঃ
১) ঢাকায় অধ্যয়নরত চাটমোহরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সহযোগিতা বৃদ্ধি করা।
২)শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার গাইডলাইন এবং স্কলারশিপ সংক্রান্ত সহযোগিতা প্রদান।
৩) চাটমোহরের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা।
৪)কর্মশালা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখা।
৫) তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে সমাজ সচেতন করে গড়ে তোলা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা।
সভাপতি মোঃ আলমাস হোসাইন বলেন, “ডুসাক হলো আমাদের স্বপ্ন আর সংগ্রামের প্রতিচ্ছবি। একে মানবিক ও কর্মমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই একসাথে কাজ করবো।”
সাধারণ সম্পাদক মোঃ আসিফুল ইসলাম অনন্ত জানান, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা নয়, বরং সমাজ ও মানবতার জন্যও ডুসাককে একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপান্তরিত করা।
নবগঠিত কমিটির সকল সদস্য বিশ্বাস করেন, চাটমোহরের গর্ব হিসেবে ডুসাক সামনে আরও বড় দায়িত্ব পালনের মাধ্যমে পথচলা অব্যাহত রাখবে। ডুসাক এর নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়েছেন পরিবেশ মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ। তিনি বলেছেন ডুসাক এর মহতী উদ্যোগ ও কার্যক্রমের সাথে থাকতে ইনশা আল্লাহ।