ঢাকা | বঙ্গাব্দ

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান

  • প্রতিনিধির নাম :মোঃ শাখাওয়াত ভোলা জেলা প্রতিনিধিঃ- | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1376 জন
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
বাংলা নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সম্মানিত চেয়ারম্যান জনাব মুহাম্মদ মাহমুদুল হাসান সাহেব।

তিনি তার বাণীতে বলেন
“আজ পহেলা বৈশাখ ১৪৩২, বাংলাদেশী জাতিসত্তার ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন। বাংলা নববর্ষ বাংলাদেশীদের হৃদয়ে তার প্রকাশ অনন্য ভিন্নরুপ। আমি এই উৎসবমূখর দিনে দেশ-বিদেশের সকল বাংলাদেশীদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বার বার ঘুরে আসে পহেলা বৈশাখ। নববর্ষের উৎসবের সাথে যেন ভরে ওঠা প্রকৃতি ও প্রাণের যোগ আবহমানকাল ধরে বিদ্যমান। আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্য। আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীতকাল ধরে নির্মিয়মান বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে।
ঐতিহ্য, সংস্কৃতি ও মনুষ্যত্বের বাণী একত্রিত হয়ে গঠন করে এক সুগ্রন্থিত জাতি। জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান।
 প্রতি বছর নববর্ষ পেছনের আলোকের দীপ্তিতে উৎকর্ষতা ও অগ্রগতির পথে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা দেয়।
তিনি আরো বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সকল শাখার সকল পর্যায়ের নেতা লিডারদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
টাইব্রেকারে কিংসকে হারানোর আত্মবিশ্বাস আমাদের ছিলই: দলের অধি

টাইব্রেকারে কিংসকে হারানোর আত্মবিশ্বাস আমাদের ছিলই: দলের অধি