ঢাকা | বঙ্গাব্দ

দৌলতপুরে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1333 জন
দৌলতপুরে বৈশাখী উৎসবে আনন্দ-উচ্ছ্বাসে মুখর জনপদ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে পহেলা বৈশাখ। দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে উপজেলা প্রশাসন এ উৎসবের আয়োজন করে।

সোমবার(১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয় বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রা, যা মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। নানা রঙের ব্যানার, মুখোশ ও ঐতিহ্যবাহী পল্লি সংস্কৃতির উপকরণ নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয় লোকজ সংস্কৃতি বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন পালাগান, ভাটিয়ালি, জারি-সারি সহ নানা ধরণের লোকজ সংগীত।

বাংলা নববর্ষ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হয় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে।

দিবসের শেষ ভাগে, বিকেল ৩টায় ঐতিহাসিক দৌলতপুর পিএস উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ঘুরি উৎসব।  উপজেলা চত্বরে মেলায় হস্তশিল্প, মাটির তৈজসপত্র, পাটজাত পণ্যসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পণ্যের সমাহার ঘটে। শিশুদের আনন্দদানের জন্য ছিল খেলাধুলার আয়োজন।

পুরো আয়োজন জুড়ে ছিল নিরাপত্তার কড়া নজরদারি এবং উৎসব উদযাপনে প্রশাসনের সার্বিক সহযোগিতা। নববর্ষের এই আয়োজন দৌলতপুর মানুষকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তোলে। পুরো আয়োজনে সামনে থেকে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নিবার্হী অফিসার নাহিয়ান নুরেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ আব্দুল আল মামুন

কমেন্ট বক্স
মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছ

মঙ্গল শোভাযাত্রার নাম বদলে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছ