ঘটনাটি ঘটে ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায়।
হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা যায়। রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকায় ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন এক গণমাধ্যমকর্মী।
রংপুর শহর হতে গ্রামের বাড়ি পীরগাছার তালুক কল্যাণী নিজ বাড়ি যাওয়ার পথে মাহিগঞ্জ আমতলা মোড়ের অদূরে পৌঁছামাত্র প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা আব্দুর রাজ্জাককে পথরোধ করে মার ড্যাংগে করে। এ সময় রাজ্জাকের ডান পা,হাঁটুসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়।
পথচারীরা হামলার শিকার সংবাদকর্মী আব্দুর রাজ্জাক কে গুরুতর অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত অটোরিকশা যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ১৪ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এদিকে আহত শয্যাশায়ী সংবাদকর্মী আব্দুর রাজ্জাক জানায়,জমি সংক্রান্ত বিরোধে ক্ষিপ্ত হয়ে আমার উপর প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। চিকিৎসা শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, আব্দুর রাজ্জাক অনলাইন পোর্টাল আলোকিত পত্রিকার বিশেষ প্রতিনিধি ও প্রিন্টিং ও বালাম বই বাঁধাই ব্যবসা করেন।