ঢাকা | বঙ্গাব্দ

খুলনায় বাটা ও কেএফসিতে হামলা ভাঙচুর

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1318 জন
খুলনায় বাটা ও কেএফসিতে হামলা ভাঙচুর ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728


আজ (৭ এপ্রিল) সোমবার  খুলনায় গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করার অভিযোগে বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর হয়েছে।

সন্ধ্যায় নগরীর কেডিএ অ্যাভিনিউ রোডের কেএফসি ও ডমিনো’স এবং শিববাড়ি সংলগ্ন টাইগার গার্ডেন হোটেলের পাশের বাটার শো রুমে এ হামলা করে আমজনতা।

বিশৃঙ্খল ওই লোকেরা ফাস্ট ফুড চেইন কেএফসি, ডমিনো’স, বাটার মত আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালিয়ে ভাঙচুর করে। পাশাপাশি কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, ওভেন বাইরে বের করে ভাঙচুর করে।

অনুরূপভাবে বাটার শো রুম থেকে জুতা লুটপাট করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছ

এদিকে ঘটনার পর পুলিশ দোকানগুলোতে সরেজমিন পরিদর্শন করেছে।

এ প্রসঙ্গে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর হয়েছে। পুলিশ দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেন : নিজাম উদ্দীন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার

বগুড়ায় পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় তিনজন গ্রেপ্তার