ঢাকা | বঙ্গাব্দ

এসো হে বৈশাখ

  • প্রতিনিধির নাম :এস এম মনিরুজ্জামান আকাশ | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1283 জন
এসো হে বৈশাখ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
এসো হে বৈশাখ
 
এস এম মনিরুজ্জামান আকাশ       
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর,পাবনা।


সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম
এসো এসো হে বৈশাখ,
তুমি আসবে বলে চেয়ে আছি
তোমার প্রাণে নতুন প্রত্যাশায়।

বৈশাখ তুমি বাংলার ঐতিহ্য
বাঙ্গালীর মনে নতুন দিগন্ত,
তুমি অনাবিল সুখের পরশ
স্বাগতম তোমায় এসো হে বৈশাখ!

তুমি উদ্বেলিত করো বাঙ্গালীর প্রাণ
তুমি রঙে রঙে আঁকা প্রতিচ্ছবি,
জীবনের পুরাতন সব বেদনাকে
হঠিয়ে জাগাও নতুন স্বপ্ন!

বৈশাখ এসো তুমি নতুন সাজে
আমাদের করতে নতুন সমাজে,
তুমি তো আমাদের অতিথি
তোমার আগমন বারতাকে শুনে ধন্য এ জাতি।

তুমি বাঙ্গালি জীবনে হাজার
বছরের ঐতিহ্য রেখেছো ধরে,
তোমার আগমন বারতাকে স্বাগত
সুস্বাগতম আমাদের বাঙ্গালী অন্তরে ......

(রচনাকাল:২৫ শে মার্চ ২০০৫ ঈশায়ী,দুপুর-২:১৪_২:২৫
টুটুল মেস, বালুচর, চাটমোহর,পাবনা(পোস্টকরা)পহেলা বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ, দুপুর-১২:৪৪)দৈনিক করতোয়া, বগুড়া-তে মুদ্রিত ১৪ ই এপ্রিল ২০০৫ ঈশায়ী)

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ