ঢাকা | বঙ্গাব্দ

ঢাকার মগবাজারস্থ শহিদ লেঃ সেলিম শিক্ষালয় ইস্কুলের পক্ষ থেকে আয়োজিত হলো বৈশাখী মেলা ও উৎসব অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম :মোঃ কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1092 জন
ঢাকার মগবাজারস্থ শহিদ লেঃ সেলিম শিক্ষালয় ইস্কুলের পক্ষ থেকে আয়োজিত হলো বৈশাখী মেলা ও উৎসব অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
১৭ই এপ্রিল রোজ বৃহস্পতিবার ৪ঠা বৈশাখ  মগবাজারস্থ মধুবাগ শহিদ লেঃ সেলিম শিক্ষালয়ের বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো বৈশাখী মেলা, উৎসব ও বাঙালীর ঐতিহ্য নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিক্ষার্থীরা  দলীয় গান পরিবেশন করেন। দলীয় সংগীতে মুখরিত হয় স্কুল প্রাঙ্গন। সবার কণ্ঠে ছিলো একসাথে বাংলা ঐতিহ্যের সেই বৈশাখী গান "এসো হে বৈশাখ এসো এসো,"" দলীয় সংগীত পরিবেশন সামিয়া , মারিয়াম সামিরা , সারিকা। গানের পরে দলীয় নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা।
এতে অংশগ্রহণ করে মাইমুনা, মুনতাহা, লামিয়া,কারীমুন। আরো ছিলো একক নৃত্য ও একক গানের পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালচারাল ইনস্টিটিউট এর ইনচার্জ  শ্যামা দাস। অনুষ্ঠানে ডরিন আফরোজের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন বাঙালির ঐতিহ্য ও গ্রামীণ জীবনের আচার-আচরণ পোশাক, বৈশাখের যে খাবার আছে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এই বৈশাখী আয়োজন।

তিনি তার বক্তব্যে ফিলিস্তিনের মুসলিম মুক্তির সংগ্রামের সাথে একাত্ম প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দু। অনুষ্ঠান শেষে মেলার বিভিন্ন  স্টল পরিদর্শন করা হয়। শিক্ষার্থী বুশরাসহ অনান্য বাচ্চারা বলে সবাই এই অনুষ্ঠানে এসে তারা খুবই আনন্দিত।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অরুচি.কর পোশাক পড়া নিজের মেয়েকে অবঞ্চিত ঘোষনা করলো

অরুচি.কর পোশাক পড়া নিজের মেয়েকে অবঞ্চিত ঘোষনা করলো