ঢাকা | বঙ্গাব্দ

☆সোনার ছেলে☆

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1253 জন
☆সোনার ছেলে☆ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
☆সোনার ছেলে☆
 
এস এম মনিরুজ্জামান আকাশ                  
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।


কবে আসবে সেই সোনার ছেলে
বাংলা মায়ের বক্ষে কোল জুড়ে,
হবে সে কথা কাজের মুক্ত দিলে
মানুষ হওয়ার বাসনা খাবে কুঁড়ে।

বিপদে যে ভীত হবেনা কভু ভয়ে
রক্ত-প্রাণে প্রতিবাদে যাবে সব সয়ে
বলবে কথা মনের জোর করে পূঁজি
চেতনার বলয়ে হয়ে বলিয়ান সোজাসুজি !

ভীরুতা যা কাম্য নয় কথা ও কাজে
এমন ছেলেকে কেউ চায়না এ সমাজে
বিজয়ের হাসিতে প্রাণ হয় চঞ্চল
বিজয়ই মানুষের অদম্য গতি বল!

কৃষক তনয় রাজ কুমার মুঁচির ছেলে
সবারই মুল্যায়ন আছে কাজের ছলে
প্রাণ পনে কর্ম-ধর্মে হতে অগ্রসর
করো সবে গতি সেবায় কর্ম উজার!

হবে তবে সেরা সবে বাংলার ছেলে
হবে দেশ-দশের সুনাম কর্ম সফলে
হবে দেশ অগ্রগামী চলনে অগ্রসর
বাংলার ছেলেরাই গতিতে রবে অনড়।

(রচনাকালঃ ১২ই এপ্রিল'২০২১ঈশায়ী, রোজঃ সোমবার,
রাতঃ ০১:০০_০১:২০,মহকক,কুয়াবাসী,চাটমোহর,পাবনা)

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিদেশি মদের বোতল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিদেশি মদের বোতল