ঢাকা | বঙ্গাব্দ

দৌলতখানের জমি জমার বিরোধে সংঘর্ষ অন্তত আহত ৭

  • প্রতিনিধির নাম :মোঃ আবির হোসাইন, (ভোলা) দৌলতখান উপজেলা প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1418 জন
দৌলতখানের জমি জমার বিরোধে সংঘর্ষ অন্তত আহত ৭ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা ১ নং ওয়ার্ডে জমি জমার বিরোধের জের ধরে সংঘর্ষ হয় এতে অন্তত ৭ জন আহত।

স্থানীয়রা জানান গত ১০০ বছর ধরে ১ একর ১৭ শতক জমি তার পূর্ব পুরুষগণ ভোগ করে আসছে , হঠাৎ সেই জমি গত ১৭ বছর জোরপূর্বক দখল করে নিয়েছেন দৌলতখানের প্রভাবশালী নেতা এডভোকেট কিরন হোসেন তালুকদার ও তার ড্রাইভার মোঃ আব্দুল খালেক সহ তার গংরা।

সোমবার সকাল দশটার দিকে ওই জমি ও পুকুরে মেশিন বসানোর পর ৪০/৪৫ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে কিরণ তালুকদারের ড্রাইভার আব্দুল খালেক আতর্কিত হামলা চালায়, এই সময় ৭ জন আহত হয়েছেন, আহতরা হলেন হারুন, আনিসুল হক, নূরনবী, নুর আলম, তামজিদ, জাহিদ, বিবি আয়েশা, নুরজাহান বেগম, তারা সবাই দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাদিন রয়েছেন। এই বিষয়ে ড্রাইভার আব্দুল খালেক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি, এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদ

নরসিংদীতে গণমাধ্যম কর্মীর বিভিন্ন দাবি নিয়ে স্মারকলিপি প্রদ