ঢাকা | বঙ্গাব্দ

কালীগঞ্জের একমাত্র গেজেটেড জুলাই যোদ্ধা নাসির উদ্দিন সোহেলকে সরকারি সম্মাননা প্রদান

  • প্রতিনিধির নাম :মোঃ সেলিম মিয়া | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1352 জন
কালীগঞ্জের একমাত্র গেজেটেড জুলাই যোদ্ধা নাসির উদ্দিন সোহেলকে সরকারি সম্মাননা প্রদান ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার একমাত্র বি ক্যাটাগরির জুলাই যোদ্ধা নাসির উদ্দিন সোহেল।
অদ্য ০৬ এপ্রিল ২০২৫ইং রোজ রবিবার জুলাই যোদ্ধা নাসির উদ্দিনের হাতে সরকার ঘোষিত অর্থের প্রথম পর্যায়ের এক লক্ষ্য টাকার নগদ চেক প্রদান করেন লালমনিরহাট জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার মহোদয় আরো উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লালমনিরহট জেলা।


জুলাই যোদ্ধা মোঃ নাসির উদ্দিন সোহেল পিতাঃ মোঃ ইয়াসীন আলী, গ্রামঃ মালগাড়া, ডাকঘরঃ লোহাকুচি, উপজেলাঃ কালীগঞ্জ, জেলাঃ লালমনিরহাট।


বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তার নিজ কর্মস্থল সফিপুর গাজীপুরে অবস্থান করেন।  গত জুলাই যুদ্ধে সম্মুখ সারিতে যুদ্ধ করে নিজের জীবন বাজী রেখে আন্দোলন করে গেছে এই  যোদ্ধা।


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকার রাজপথে স্বৈরাচার সরকারের পতনের দাবিতে শান্তি পূর্ণ মিছিলে অংশ গ্রহন করেন। সফিপুর আনসার একাডেমির কাছে মিছিল এলে নিরস্থ, নিরীহ মানুষের উপর আকস্মিক ভাবে গোলা বর্ষন, ককটেল, গ্রেনেড সহ এলো পাথারি রাবার বুলেট ছুড়া শুরু করেন। নাসির উদ্দিন সোহেল সেই বর্বতার শিকার হন। মাথা, হাত, পা, পিট সহ সারা শরীরে রাবার বুলেট বিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পরেন।


পরবর্তিতে প্রত্যক্ষ দর্শীরা উদ্ধার করে স্থানীয় তানহা হাসপাতাল এরপর তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তিতে সেনাবাহিনীর সহায়তার সম্মিলীত সামরিক হাসপাতালে ভর্তি হন । প্রায় দুই মাস নিবিড় পর্যবেক্ষণে রেখে সিএমএইচ কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দেন।   


এ সময় তার মাথায় ৪ বার অস্ত্রপাচার করা হয়, এর বাহিরে গাত, পা, পিটে কয়েকবার অস্ত্রপাচার করা হয়। মোটামুটি সেরে উঠলে হাসপাতাল কর্তৃপক্ষ রিলিস করে বাসায় বিশ্রামের জন্য পাঠান।


সিএমএইচ এ থাকা কালীন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নাসির উদ্দিন সোহেলের সাথে কয়েকবার সাক্ষাৎ করে শরীরের খোজ খবর নেন।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম নাসির উদ্দিন সোহেলের সব সময় খোজ খবর রাখেন বলে জানিয়েছেন নাসির উদ্দিন সোহেল।


উপরোক্ত তথ্য গুলো আমরা জুলাই যোদ্ধা নাসির উদ্দিনের ছোট ভাই মাহদী মাহমুদ উল্লাহ্‌ হাসানের কাছ থেকে সংগ্রহ করি এবং জুলাই যোদ্ধা মোঃ নাসির উদ্দিনের সাথে কথা বলে নিশ্চিত হই।
নাসির উদ্দিন সোহেল সকলের কাছে নিজ এবং নিজের পরিবারের জন্য দেশ বাসীর কাছে দোয়া প্রর্থনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আই

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার আই