ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1204 জন
পটিয়ায় নারীর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার সন্দেহ ছবির ক্যাপশন: :সংগৃহীত
ad728


সোমবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার বড়লিয়া ইউনিয়নের আশ্চর্যপাড়া এলাকার একটি শ্মশানের পাশে ফসলি জমিতে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

পরে পটিয়া থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। উদ্ধার ওই নারীর পরনের প্যান্টের উপরের অংশ ছেঁড়া ছিল। ফলে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।


অজ্ঞাতনামা এক নারীর বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা।
এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : আদর বড়ুয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুড়িয়ে পাওয়া ১৮ ভরি স্বর্ণ ও  (১৫০০০) হাজার টাকা ফিরিয়ে দিলে

কুড়িয়ে পাওয়া ১৮ ভরি স্বর্ণ ও (১৫০০০) হাজার টাকা ফিরিয়ে দিলে