ঢাকা | বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ সদরে ও হোসেনপুরে গন মিছিল

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1399 জন
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ সদরে ও  হোসেনপুরে গন মিছিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে তৌহিদি জনতার ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ৭ এপ্রিল জোহরের  নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আশপাশের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল সহকারে এসে তৌহিদি জনতার এই কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলকারীরা ইসরায়েল ও তার সহযোগী আমেরিকার বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে বর্বরতা চালাচ্ছে তা মানবতাবিরোধী অপরাধের শামিল। তারা জাতিসংঘের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তা বিশ্ববাসীর জন্য গভীর উদ্বেগের বিষয়।

বক্তারা অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধে কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। এদিকে একেই সময় ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
মিছিলটি পৌর এলাকার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিমা শাহাদাহ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত বক্তব্য শেষে  শান্তিপূর্ণভাবে শেষ হয়। এ সময় হোসেনপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। 


নিউজটি পোস্ট করেছেন : উজ্জ্বল রায়

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র

রোমে দ্বিতীয় দফার বৈঠকে বসছে ইরান ও যুক্তরাষ্ট্র