ঢাকা | বঙ্গাব্দ

মনপুরা সহকারী প্রধান শিক্ষক মাইনউদ্দিন বিশৃঙ্খলার দায়ে বরখাস্ত

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 9, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 994 জন
মনপুরা সহকারী প্রধান শিক্ষক মাইনউদ্দিন বিশৃঙ্খলার দায়ে বরখাস্ত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
মনপুরায় বিশৃঙ্খলার দায়ে বরখাস্ত হলেন শিক্ষক মাইনউদ্দিন
ভোলার মনপুরার ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাইনউদ্দিন, একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাথে যোগসূত্র প্রমাণ থাকায় এবং তার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের সময় পূর্বের প্রতিষ্ঠানের তথ্য গোপন করে বিধি বহির্ভূতভাবে নিয়োগের দায়ে তাকে বরখাস্ত করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির স্বাক্ষরিত অফিস আদেশে মঙ্গলবার (৬ মে) তাকে বরখাস্থ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল বিদায়ী প্রধান শিক্ষকের সংবর্ধনা ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার।

 অনুষ্ঠানে বিশৃঙ্খলা করেন একটি কুচক্রী মহল। মাইনউদ্দিন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন। তার বিশৃঙ্খলাকারী কুচক্রী মহলের সাথে পূর্ব থেকেই যোগ সুত্র ছিল। তিনি অনুষ্ঠানের আগে দফায় দফায় কুচক্রী মহলের সাথে বৈঠক করে বিশৃঙ্খলার পরিকল্পনা করেন। 
আরো জানা যায় মাইনউদ্দিন সহকারী প্রধান নিয়োগের সময় তার পূর্বের প্রতিষ্ঠানের চাকরি সম্পর্কিত তথ্য গোপন করে দলীয় প্রভাব খাটিয়ে বিধি বহির্ভূতভাবে নিয়োগ নেন।
জানা যায় মাইনউদ্দিন মনপুরা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক হওয়ায় তার সহকারী প্রধান শিক্ষক নিয়োগে স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগের নেতার ছত্রছায়ায় বিধি বহির্ভূতভাবে এই সহ প্রধান শিক্ষক পদটি দখল করেন। তিনি পদটি ব্যবহার করে বিদ্যালয়ের ভিতরে ও বাইরে শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত ছিলেন। তার দৌরাত্ম্যে শিক্ষক কর্মচারীগণ আতঙ্কে থাকতেন বলে শিক্ষক কর্মচারীরা জানান।

বরখাস্ত আদেশ সূত্রে জানা যায়, মাইনউদ্দিনকে দুটি শোকজ নোটিশ দেয় বিদ্যালয়ের এডহক কমিটি। সে একটি নোটিশের জবাব দিলেও আরেকটি নোটিশের জবাব দেননি। এর প্রেক্ষিতে ৬ মে বিদ্যালয়ের এডহক কমিটির সভায় তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দোষী সাব্যস্ত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। তার বহিষ্কার আদেশটি ৭ মে থেকে কার্যকর হবে বলে বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খুলনায় হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছল

খুলনায় হঠাৎ আওয়ামী লীগের ঝটিকা মিছল