ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে কালীগঞ্জে বাংলা নববর্ষের উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1359 জন
গাজীপুরে কালীগঞ্জে বাংলা নববর্ষের উদযাপনে প্রস্তুতি সভা  অনুষ্ঠিত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক তনিমা আফ্রাদ।

সভায় আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ, উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, তিন দিনব্যাপী বৈশাখী মেলাসহ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা প্রকৌশলী রেজাউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তামলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. রেজওয়ানা রশিদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাঈল ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, কালীগঞ্জ থানা ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী এম. এ আকাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা শিক্ষা প্রকৌশলী সাইফুল ইসলাম শাকিল সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক, ছাত্র প্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নরসিংদীর পলাশে কাভার্ড ভ্যানচালককে গুলি

নরসিংদীর পলাশে কাভার্ড ভ্যানচালককে গুলি