ঢাকা | বঙ্গাব্দ

দৌলতখানে মটর বাইক এক্সিডেন্ট হয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা আহত

  • প্রতিনিধির নাম :মোঃ আবির হোসাইন (ভোলা) দৌলতখান প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1192 জন
দৌলতখানে মটর বাইক এক্সিডেন্ট হয়ে  পল্লী সঞ্চয়  ব্যাংকের কর্মকর্তা আহত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

দৌলতখান  উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ আবু নোমান( ৩৫)নামে এক যুবক আহত। আজ সকাল  ৯:২০ মিনিট এর সময় অফিসে যাওয়ার পথে খায়ের হাট রাস্তার মাথায় পঞ্চায়েত বাড়ির গেট সংলগ্ন রোডে হঠাৎ তিনটি কুকুর দৌড়ে মটর সাইকেলের সামনে আসলে নোমান মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সাথে সাথে নোমান রাস্তায় পড়ে মারাত্ম্যক ভাবে আহত হয়। 

এলাকার লোকজন এসে অজ্ঞান অবস্থায়  যুবককে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে জান, এতে তার  হাত,পা,মুখে মারাত্মক জখম হয়।ঠোঁটে আটটি সেলাই লাগে। হাত, পায়ে হাঁটুতে প্রচুর পরিমাণ ইনজুরি হয়,গণমাধ্যম আহত নোমান এর  সাথে কথা বলে জানতে পারেন সে দৌলতখান উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত আছেন।
নোমানে বাড়ি বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ছাগলা গ্রামে। সকাল বেলা সে তার কর্মস্থল দৌলতখানে আসার  উদ্দেশ্যে রওনা হলে খায়ের হাটের রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
যানজোট প্রতিরোধে বীরগঞ্জ পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে স্বস্

যানজোট প্রতিরোধে বীরগঞ্জ পুলিশ সেনাবাহিনীর যৌথ অভিযানে স্বস্