পাবনা জেলার চাটমোহর উপজেলার চর নবীন লাঙলমোড়া দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সুপার মওলানা মোঃ আব্দুস সামাদ (৬০) আজ ০৪/০৫/২০২৫ ইং তারিখ মোটরসাইকেল যোগে চাটমোহর থেকে শাহজাদপুর যাওয়ার পথে পোতাজিয়া বাজারের কাছে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)
তার সাথে থাকা একই মাদ্রাসার এবতেদায়ী শাখার প্রধান মওলানা মোঃ হাদিসুর রহমান (৫০)মারাত্মক আহত হন। তাকে বগুড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।
তিনি অত্যন্ত হাসি খুশী, মিশুক ও সাদা মনের মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
মরহুম মাওলানা আব্দুস সামাদ এর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন বিশিষ্ট কবি-সাংবাদিক ও মানবাধিকার কর্মী, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা'র পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ, পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোঃ আবুল বাশার রানা, কদমতলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ তারিকুল ইসলাম, নেংড়ী হেফজুল কুরআন এতিমখানা ও দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কাওসার আলম, এমকেআর আহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আব্দুল লতিফ, খতবাড়ী দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা মোঃ আব্দুর রওমান, জগতলা সিদ্দিকিয়া দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবুল হোসেন।
সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।আহত শিক্ষক মাওলানা মোঃ হাদিসুর রহমানের সুস্থতা কামনায় সকলের কাছে দোওয়া প্রার্থনা করেছেন।