মনপুরা ২নং হাজিরহাট ইউনিয়নে ওএমএস এর চাল বিতরনে অনিয়ম।
মোহাম্মদ মাকছুদ
মনপুরা প্রতিনিধি।
মনপুরায় ২নং হাজিহাট ইউনিয়নে সরকারের ওএমএস (ওপেন মার্কেট সেল)
কর্মসূচির চাউল বিতরনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে স্থানীয় ডিলার দুলাল ও তার ছেলে শরীফ এর বিরুদ্ধে।
সরকারি নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি ৫ কেজি চাল দেওয়ার কথা থাকলেও, নির্ধারিত নিয়ম না মেনে একজনকে একাধিক নামের চাল দেওয়া হয়েছে এবং তা হাতেনাতে ধরা পরে।
এবং চাল বিতরন না করে অতিরিক্ত চাউল বিতরণ তালিকা দেখিয়ে গুদামজাত রাখার দায়ে অভিযুক্ত করা হয়।
গত ১৭এপ্রিল (বুধবার) ২নং হাজির হাট ইউনিয়নে, সরকারি নির্ধারিত নিয়ম অনুযায়ী ৫ কেজি চাল দেওয়ার কথা থাকলেও,
একাধিক লোককে দেওয়া হয়েছে ২০ থেকে ৩০ কেজি করে চাল।
এ অভিযোগের ভিত্তিতে নৌ কন্টিনজেন্ট ও পুলিশের যৌথ অভিযানে ৮১৫ কেজি চাল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়।
৮১৫ কেজি চাল উপকার ভোগীদের যা তালিকাভুক্ত এবং ১৬৩ জন উপকারভোগীর নামে বিতরন দেখানো থাকলে ও তা গুদামে মজুদ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক জানান, ও এম এস এর চালের অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।