ভোলার মনপুরায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল'র উপদেষ্টা, (নীলফামারী-১) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিয়ান চৌধুরী তুহিন এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মনপুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তরুণদল'র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে তরুণদলের উপদেষ্টার মুক্তির দাবিতে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতা কর্মিরা। পরে মনপুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল মনপুরা উপজেলা সভাপতি মোঃ আবদুর রহমান। সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রিয় উপদেষ্টা, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন চৌধুরী তুহিন এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এবং ২৪ ঘন্টার মধ্যে তাকে মুক্তি না দেয়া হলে আরও কঠিন আন্দোলনের হুমকি দেন বক্তারা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা তরুণ দলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম আল আমীন, যুগ্ন সম্পাদক মোঃ শাহীন আলম, সহ: সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সিনহা, প্রচার সম্পাদক মোঃ নিরব, ক্রীড়া সম্পাদক মোঃ পারভেজ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন তরুণ দল সভাপতি মোঃ হাসনাইন রুবেল, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, উত্তর সাকুচিয়া ইউনিয়ন তরুণ দল সভাপতি মোঃ মাকসুদুর রহমান, সাধারন সম্পাদক মোঃ মাসুদ, কলাতলি ইউনিয়ন তরুণদল সভাপতি মোঃ ছালাউদ্দিন, সাধারন সম্পাদক মোঃ শিমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেদসহ তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।