ঢাকা | বঙ্গাব্দ

খুলনা মহানগরীর আড়ংঘাটায় ইজিবাইক চালক এর লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 389 জন
খুলনা মহানগরীর আড়ংঘাটায় ইজিবাইক চালক এর লাশ উদ্ধার করেছে পুলিশ ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
 আজ( ১৯শে) এপ্রিল শনিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়কের তেলিগাতী গ্রামের রাজাপুর নামক এলাকায় জিহাদের ঘেরের মধ্যে থেকে ইজিবাইক চালক নুর ইসলাম(৫৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ, সে গাইকুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

গতকাল বেলা আনুমানিক চারটের সময় সে বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয় তারপরে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। 

স্থানীয়রা জানান হত্যাকারীরা তাকে হত্যা করে লাশ দড়ি দিয়ে বেঁধে প্রস্তাবন্দি করে ঘেরের মধ্যে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়।  পুলিশ সূত্রে জানা যায় অভয়নগর থানাধীন এলাকা থেকে জিপিএস এর মাধ্যমে ইজি বাইকটি উদ্ধার করা হয়।

নিউজটি পোস্ট করেছেন : জি, এম, আবু সাঈদ মিন্টু

কমেন্ট বক্স
বগুড়াতে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে"মার

বগুড়াতে ফিলিস্তিনে জায়ানবাদী ইসরায়েলে গনহত্যার প্রতিবাদে"মার