ঢাকা | বঙ্গাব্দ

পাবনার অন্যতম কবি ও সাংবাদিক শামীম আরা শাম্মীর আজ প্রথম মৃত্যুবার্ষিকী

  • প্রতিনিধির নাম :এস এম মনিরুজ্জামান আকাশঃ নিজস্ব সংবাদদাতা | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1294 জন
পাবনার অন্যতম কবি ও সাংবাদিক  শামীম আরা শাম্মীর আজ প্রথম মৃত্যুবার্ষিকী ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
পাবনার সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিতি মুখ কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী শামীম আরা শাম্মীর আজ(আট এপ্রিল২০২৫) প্রথম মৃত্যু বার্ষিকী।

তিনি ২০২৪ সালের আজকের দিনে পৃথিবীর মায়া কাটিয়ে পরলৌকিক জীবনে পাড়ি জমান। ছোটবেলা থেকেই শিল্প সংস্কৃতির আঙিনায় বেড়ে ওঠেন।
 শিক্ষাজীবনের পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। ‘অরণী’ নামে একটি সাহিত্য পত্রিকাও সম্পাদনা করেছেন। কিছুদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।

তার একক প্রকাশনা ১টি ও যৌথ প্রকাশনা ৯টি। পাবনা থেকে প্রকাশিত দৈনিক ইছামতি পত্রিকায় স্টাফ রিপোর্টার এর দায়িত্ব পালন করেছেন।এ ছাড়াও বিভিন্ন পত্রিকায় তার কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ প্রকাশ হয়েছে।  বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার জীবন সদস্য এবং গণশিল্পী সংস্থার সদস্য সহ পাবনার বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

অত্যন্ত সহজ সরল প্রাণখোলা বন্ধু বাৎসল্য প্রকৃতির মানুষ ছিলেন। পিতা মরহু শামসুল হক ও মাতা মেহতার মমতাজ খাতুনের প্রথম সন্তান। বিবাহিত জীবনে স্বামী মুন্সী আবু ইউছুফ নয়ন তাকে সাহিত্য সাধনায় সার্বিক সহায়তা প্রদান করেছেন। তার রচিত বেশ কিছু গান গ্রন্থাকারে প্রকাশের সুযোগ হয়নি। তার স্বামী অপ্রকাশিত কবিতা
 ও গানগুলো গ্রন্থাকারে প্রকাশের উদ্যোগ নিয়েছেন।

 কিডনী জনিত সমস্যায় তার অকাল মৃত্যু হয় ২০২৩ সালের ৮ এপ্রিল রাতে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। পাবনা শহরের দিলালপুর ঘোষপাড়া মহল্লায় স্বামীর নিজ বাড়িতে তিনি বসবাস করতেন। তার মৃত্যুতে পাবনার সাংস্কৃতিক অঙ্গনের মাঝে শোকের ছায়া নেমে এসেছিল। বিবাহিত জীবনে তাদের কোন সন্তান ছিল না। প্রথম মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ কবিতা সংসদ সহ পাবনার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার আত্মার শান্তি ও জান্নাতবাস কামনা করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় ফুলবাড়ীতে পরীক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় ফুলবাড়ীতে পরীক্ষার্থীর আত্মহত্যা