নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুর গ্রামে রমরমা মাদক ব্যবসা চালিয়ে আসা মো. আশরাফুল মোল্লা (৪০) ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছেন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে জানান, রবিবার (৪ মে) দুপুর ২টা ৪৫ মিনিটে উপজেলার ডাকবাংলো মোড় থেকে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।
তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশরাফুল মোল্লা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাজুপুরের আল্লাহ দান ক্লিনিকের পেছনের ভাড়া বাসায় বসে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
এক সময় ভ্যান চালালেও বর্তমানে তার জীবনযাপন ও আর্থিক অবস্থা হঠাৎ করেই পরিবর্তন হতে দেখা যায়। দামি মোটরসাইকেল, হেলমেট পরে ছদ্মবেশে চলাফেরা, এবং বিল্ডিংয়ের ফ্ল্যাটে বসবাস—সবকিছুই মাদক ব্যবসার আয়ের ফল বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, আশরাফুল মোল্লা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে ব্যবসা চালালেও এখন সবাই তাকে চিহ্নিত করে রেখেছে। তাকে এলাকায় প্রবেশ করতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন সচেতন যুব সমাজ।