ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলের লোহাগাড়ায় ডিবি পুলিশের এ এসআই নাহিদ'র নেতৃত্বে গাঁজাসহ একজন গ্রেফতার

  • প্রতিনিধির নাম :উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1191 জন
নড়াইলের লোহাগাড়ায় ডিবি পুলিশের এ এসআই নাহিদ'র নেতৃত্বে গাঁজাসহ একজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ হাসিব শেখ(৩২) নামের একজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ হাসিব শেখ (৩২) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পাঁচুড়িয়া গ্রামের অলিয়ার শেখের ছেলে।

 উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার  (১৫ এপ্রিল) সন্ধ্যায় দিকে নড়াইল লোহাগড়া থানা পৌরসভাধীন ৭ নং ওয়ার্ড লক্ষীপাশা গ্রামস্থ বয়েজ স্কুল ফুটবল মাঠের পশ্চিম পাশে সাইফুল ইসলামের মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাঁকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোহাম্মদ অহিদুর রহমান ও এএসআই (নিঃ) নাহিদ নেয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ হাসিব শেখ (৩২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য তিনশত গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ সংক্রান্তে নড়াইল লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর'র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাবনার চাটমোহর উপজেলার রামপুর বিলের মধ্যে একটি ভুট্টা ক্ষেতে

পাবনার চাটমোহর উপজেলার রামপুর বিলের মধ্যে একটি ভুট্টা ক্ষেতে