🇧🇩মাতৃভূমি🇧🇩
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
আমার কাছে পরম প্রিয় আমার মাতৃভূমি,
মাতৃভূমির জন্য প্রয়োজনে লড়াই করব আমি,
মাতৃভূমির জন্য যারা দিয়ে গেছেন প্রাণ,
তাদের স্মৃতি চির জাগরুক তারা চিরমহান।
মায়ের মত শ্রদ্ধা পাবে আমার মাতৃভূমি,
মাতৃভূমির ঋণ শোধাতে পারবোনা কোন দিনই,
মায়ের ভালোবাসার কথা মনে পড়ে যখন,
মাতৃভূমির প্রতি আরো শ্রদ্ধা বাড়ে তখন।
মায়ের কথা ; মায়ের ভাষা সবই বুঝি আমি,
আমায় এসব শিখিয়েছে যে আমার মাতৃভূমি,
মাতৃভূমি যেন মাতৃ মহান সম সন্তানদের তরে,
মাতৃভূমির জন্য প্রয়োজনে করবে যুদ্ধ শত্রু ঘরে।
মাতৃভূমির প্রতি আছে যার শ্রদ্ধা মায়া ও টান,
সে যে মায়ের মহৎ কৃতজ্ঞ শ্রেষ্ঠ বীর সন্তান,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মা তুমি,
কেবল মা সবার একজনই তুমি প্রিয় মাতৃভূমি।
তোমার বুকে জন্ম নিয়ে জীবন হলো ধন্য,
এ জীবন দিতে পারি মা মুহূর্তেই তোমার জন্য,
ধন্য তোমার সন্তানেরা মা থেকে তোমার বুকে,
তোমার ভালোবাসা মমতা-স্নেহে আছি পরম সুখে......
(🏠তারিখঃ ৭ই মার্চ ২০১০ঈশায়ী,
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,কুয়াবাসী,চাটমোহর,পাবনা)
নিউজটি পোস্ট করেছেন :
মোঃ সেলিম মিয়া