ঢাকা | বঙ্গাব্দ

মনপুরায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে ৮ জন গুরুতর আহত

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : Apr 20, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1405 জন
মনপুরায় জোরপূর্বক জমি দখলকে কেন্দ্র করে ৮ জন গুরুতর আহত ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
ভোলা মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৮ জন ( পুরুষ ৪ ও মহিলা ৪ জন ) খবর পেয়ে  স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মনপুরা হাসপাতালে নিয়ে যায়।

শনিবার (১২ এপ্রিল ) সকাল আনুমানিক ১১ ঘটিকায় দিকে উত্তর সাকুচিয়া ৪ নং ওয়ার্ডের বাতানখালী  এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে, ওই জায়গা আবু তাহের মেকার (৬৮) ঘর নির্মানের কাজ রত অবস্থা  হোসেনের বদবলদ নিয়ে আবু হোসেন  দা লাঠি বাগা দিয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে এক পর্যায় আবু তাহের  এর স্ত্রী  ও মেয়ে ধরতে আসলে তাদের কে ও  মারধর করে পরে স্থানীয় লোকজন আসলে তারা পালিয়ে যায়। 
এবং স্থানীয় লোকজন থেকে জানা যায়।আবু তাহের এর ছোট মেয়ের সাথে দীর্ঘদিন ধরে আসামী মোঃ হোসের সাথে অবৈধ সম্পর্ক আছে এবং তার পেঠে ৭ মাসের বাচ্চা আছে তারা দাবি করে মেয়ের পরিবার জেনে গেলে হোসেন কে জিজ্ঞাসা করলে হোসেন তাদের কে হুমকি ও ভয়ভীতি দেখাই। এবং ১২/৪ ইং তারিখে সকল নয়টার দিগে 
ভ্রোন নস্ট করার জন্য চট্রগ্রাম পাঠিয়ে দেয়।
আহত গং। 
আবু তাহের (৬৮), হাসিনা বেগম স্বামী মনির হোসেন, মনির হোসেন পিং মোস্তফা  সর্দার, নার্গিস বেগম স্বামী মোঃ আব্দুল, আব্দুল পিং মোঃ আবু তাহের, বিবি রহিমা স্বামী আবু তাহের,
আসামী গং।
মোঃ হোসেন (৩৫) পিং মোঃ কালাম, মোঃ মনির পিং মোঃ হোসেন, মোঃ রবি আলম, মোঃ জাফর। 
 সরোজমিনে  আহত পরিবার ও স্থানীয় লোকজন থেকে যায় প্রায় চল্লিশ বছর আবু তাহের মেকার খরিদ্দার সূত্রে এ বাড়িতে বসবাস করে আসছে। এবং তার জমির সকল কাগজ পত্র আছে বলেই জানা যায়।

দীর্ঘদিন ধরে হোসেন এই জমি তাদের বলে দাবি করে এবং ভয়ভীতি দেখায় একপর্যায় গত ১১/৪ এপ্রিলে স্থানীয় মেম্বার মোঃ সিরাজ কাজী ( ইউপি সদস্য) ও এলাকায় গন্যমান্য লোকজনের উপস্থিতে  একটি বিচার কার্য পরিচালনা করেন। এবং বিচারক রা মোঃ আবু তাহের কে বাড়ি নির্মানের জন্য আদেশ দেন। পরের দিন বাড়ি নির্মান করতে গেলে  মোঃ হোসেন (৩৫) মোঃ রাকিব (৩০) মোঃ জাফর মোঃ রবি আলমসহ আবু তাহের মেকার কে বাঘা দিয়ে  মারতে থেকে এবং মোঃ হোসেন আবু তাহের কে মাথায় দা দিয়ে কুপ দিলে তিনি মাটিতে পরে যায়। এবং রক্তাক্ত অবস্থা আহতদের মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়।
 
এবিষয়ে মনপুরা থানার কর্মকর্তা মিজানু রহমান (সহঃ উপ পুলিশ পরিদর্শক ) বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্ত করে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : মোহাম্মদ মাকছুদ

কমেন্ট বক্স
মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত