ঢাকা | বঙ্গাব্দ

একটা জীবনের মূল্য কি মাএ ২০ টাকা

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 4, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1116 জন
একটা জীবনের মূল্য কি মাএ ২০ টাকা ছবির ক্যাপশন: স্বাধীন৭১
ad728
যশোর জেলার তীরেরহাট গ্রামের মো:আকাশ (৫ম শ্রেণী) ধার দেওয়া বিশ টাকা ফেরত চাওয়ায় একই এলাকার মাদকাসক্ত ও কিশোর গ্যাংয়ের সক্রীয় সদস্য  মো: মেহরাব হোসেন (পিতা মো:ইউসুফ  হোসেন) এর হাতে নির্মম হত্যা চেষ্টার স্বীকার হন, জানা গেছে

আসামি মেহরাব হোসেন দড়ির দুই প্রান্তে আরসি-কোলার দুইটি বোতল বেধে মো:আকাশকে গাঙ্গের কিনারায় নির্জন স্হানে নিয়ে গিয়ে, তার গলায় দড়ি বেঁধে বোতলের দুই প্রান্ত ধরে সজোরে টানতে থাকে একসময় মো:আকাশ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে গেলে তার পিঠের উপর বসে দড়ি টানতে থাকে।


পরে মৃত ভেবে তাকে সেখানে ফেলে রেখে আসামি মেহরাব পালিয়ে যায়। স্হানীয়রা তাকে উদ্ধার করে।

বর্তমান মো: আকাশ - যশোর ২৫০ শয্যা হাসপাতাল (সদরে) চিকিৎসাধীন অবস্থায় আছে...ডাক্তার বলেছেন তার অবস্থা আকাঙ্খাজনক। তার চোখ দিয়ে মাঝে মাঝে ব্লেডিং হচ্ছে। ডাক্তার আরো বলেছে-মো:আকাশ হোসেনের চোখ নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী

কমেন্ট বক্স
এসএসসি পরীক্ষার্থীর অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আটক

এসএসসি পরীক্ষার্থীর অভিযোগে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আটক