ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 6377 জন
রাজধানীর উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত ছবির ক্যাপশন: স্বধীন৭১
ad728
রাজধানীর উত্তরায় বিআরটিসি ট্রাকের ধাক্কায় নাঈম (১৭) নামে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। 

দুপুর দেড়টার দিকে উত্তরার আজমপুরে বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। পরে সহপাঠীরা নাঈমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর সোয়া ৩ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত নাঈমের সহপাঠী শ্রী পল্লব কুমার শীল বলেন, তারা উত্তর হাই স্কুলের শিক্ষার্থী। সেখান থেকে তারা এসএসসি পরীক্ষা দিচ্ছে। তাদের কেন্দ্র ছিল উত্তরা রাজউক স্কুল এন্ড কলেজে। নাঈম কমার্স বিভাগের ছাত্র ছিল। আজকে নাঈমের ব্যবসায়িক শিক্ষা পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে নাঈম বিএনএস সেন্টারের সামনে রাস্তা পার হচ্ছিল। 

এসময় ঢাকাগামী একটি বিআরটিসি ট্রাক নাঈমকে ধাক্কা দেয়। এতে নাঈম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। দেখতে পেয়ে দ্রুত তাকে স্থানীয় উইমেন্স মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। 

সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে মারা যায় নাঈম। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও কৌশলে চালক পালিয়ে যান।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ ইমন চৌধুরী

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার্কুলেশন ম্যানেজার ও পরিচালক এর সাথে সিদ্ধিরগঞ্জ থানা অফিস

সার্কুলেশন ম্যানেজার ও পরিচালক এর সাথে সিদ্ধিরগঞ্জ থানা অফিস