কুড়িগ্রামের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী (৯৬) নামের মরদেহকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পুর্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৬এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুড়িগ্রাম পুলিশের এএস আই সাইদুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল এই রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদর্শন করেছে।
এ সময় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর মরদেহকে সশস্ত্র সালাম প্রদান ও এক মিনিট নীরবতা কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও উক্ত জানাযার নামাজে মরহুমের পাড়া-প্রতিবেশি, আত্নীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী গণ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা শেষে নাওডাঙ্গা ইউনিয়নবাসীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতশত মানুষের অংশ গ্রহণে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারীর জানাজা শেষে দুপুর ১২ টায় পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পুর্ন করা হয়েছে।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব-ফুলমতি (বালারহাট) এলাকার মৃত বাছের উদ্দিন ব্যাপারীর তৃতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ব্যাপারী।
তিনি সোমবার বিকাল ৩ টা ২০ মিনিটে ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি এই দীর্ঘ জীবদ্দশায় ৩ ছেলে ও ৭ মেয়ে- নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মিশুক প্রকৃতির একজন সাদা মনের মানুষ ছিলেন।
নিউজটি পোস্ট করেছেন :
মোঃ সেলিম মিয়া