গাজীপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক কমিটির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ। রাত ৮.৩০টার দিকে চৌরাস্তার মোড়ে তার গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় মুখোশ পরিহিত ১০-১২ জন সন্ত্রাসী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাদা মোটরসাইকেলে করে এসে হামলাকারীরা হাসনাত আব্দুল্লাহর চলমান গাড়ির পথরোধ করে। এরপর লাঠি, রড ও ইট দিয়ে গাড়ির সামনের ও পাশের জানালার কাচ ভেঙে ফেলে। এ সময় কাচের আঘাতে তার ডান হাতে গভীর ক্ষত হয় সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে।
ঘটনার পরপরই গাজীপুরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসনাতের সমর্থক ও দলীয় কর্মীরা দ্রুত সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর এবং বাসন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আওয়ামী লীগের স্থানীয় নেতারা একে পরিকল্পিত রাজনৈতিক হামলা দাবি করে বলেন, “গণতান্ত্রিক আন্দোলন দমন করতে একটি কুচক্রী মহল এই ধরনের হামলা চালাচ্ছে।”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রফিকুল ইসলাম বলেন, “আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলাটি পূর্বপরিকল্পিত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় গাজীপুর জুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ ও নাগরিক সমাজও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।