ঢাকা | বঙ্গাব্দ

৪ দিন ধরে দক্ষিণ চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

  • প্রতিনিধির নাম :নিজস্ব প্রতিনিধিঃ | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 12599 জন
৪ দিন ধরে দক্ষিণ চট্টগ্রামে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
টানা চারদিনেও সুরাহা হয়নি দক্ষিণ চট্টগ্রামের বাস ও অবৈধ যান মাহিন্দ্রা জটিলতার। ফলে বাঁশখালী, আনোয়ারা, কর্ণফুলী থেকে বাস চলাচল বন্ধ রয়েছে রোববারও। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে অতিরিক্ত অর্থ দিয়ে বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে।

গত চারদিনেও কোনো সুরাহা না হওয়ায় বাস চলাচল বন্ধ রেখেছে পিএবি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের সাড়ে ৪শত চালক ও শ্রমিকরা। এরআগে অবৈধ ও লাইসেন্সবিহীন চালকদের হামলার প্রতিবাদ জানিয়ে মাহিন্দ্র যান বন্ধে মানববন্ধন করেছে পিএবি সড়ক পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়নের শ্রমিক-নেতারা। ওই সড়ক দিয়ে আনোয়ারা, কর্ণফুলী, চন্দনাইশ, বাঁশখালী ও কক্সবাজারের পেকুয়াা উপজেলার লোকজন চট্টগ্রাম শহরে যাতায়াত করেন।

সাধারণ যাত্রীরা বলেন, গত চারদিন ধরে সড়কে কোনো বাস চলাচল করছে না। বাস যে বন্ধ তা তারা কোনো ঘোষণা দেয়নি। ফলে সড়কে এসে পড়েছেন ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।
কলেজ ছাএ মিজবা   বলেন, বাস বন্ধের সুযোগে তিনগুন অতিরিক্ত ভাড়া আদায় করছে সিএনজি অটোরিক্সা গুলো। গাড়ির জন্যও অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ। যাত্রীদের হয়রানির শেষ নেই। দ্রত এটি সমাধান হওয়া দরকার।

বাস-শ্রমিক ইউনিয়নের শ্রমিক নেতা মোস্তাক আহমেদ বলেন, গত বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ রয়েছে বাস যানচলাচল। এখনোও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বাস মালিক ও শ্রমিকদের নিয়ে একটি ১০জন সদস্যের কমিটির বৈঠক রয়েছে আজ। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত আসবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়কে প্রাণ গেল এক যুবকের

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়কে প্রাণ গেল এক যুবকের