ঢাকা | বঙ্গাব্দ

নড়াইলে ডিবির ওসি শাহাদারা খান'র নেতৃত্বে অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 9, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 1580 জন
নড়াইলে ডিবির ওসি শাহাদারা খান'র নেতৃত্বে অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
নড়াইলে ডিবির ওসি শাহাদারা খান'র নেতৃত্বে অভিযান গাঁজাসহ একজন গ্রেফতার। নড়াইল জেলা পুলিশ সুপার'র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান (মন্গবার ৬ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক (মোঃ শাহাদারা খান পিপিএম,) এর তত্ত্বাবধানে এসআই মো: অহিদুর রহমান, এএসআই  নাহিদ নিয়াজ, সঙ্গীয় ফোর্সসহ সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। 

এসময় নড়াইল সদর পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড ভওয়াখালী গ্রামস্থ ভওয়াখালী ক্লাবের সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয় টু বাহিরডাঙ্গা গাঁমী পাঁকা রাস্তার উপর থেকে ধৃত আসামি মো: কাজেম মোল্লা ওরফে কাদের মোল্লা  (৩২)  পিতা: মো: এলাহী মোল্লা, সাং-ভওয়াখালী থানা-নড়াইল সদর, জেলা- নড়াইল এর দখল হইতে একশ গ্রাম গাঁজাসহ (মন্গবার ৬ মে) রাতে উদ্ধার পূর্বক জব্দ করা হয় ।

এ সংক্রান্তে  নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুরগী হত্যার বিচার নিয়ে লালমনিরহাট সদর থানায় হাজির এই নারী

মুরগী হত্যার বিচার নিয়ে লালমনিরহাট সদর থানায় হাজির এই নারী