কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১ হাজার ২৪০ টাকাসহ চার জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত চার জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম রবিবার দিবাগত রাত দেড়টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের ধনিরাম গ্রামের গেটের বাজার তিন কোনার মোড় থেকে জুয়া খেলা অবস্থায় ওই এলাকার রুবেল ইসলাম (২৭),আমিনুল ইসলাম (৪০), বিপুল ইসলাম(৩০), সাইদুল হক (৪৫)কে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এ সময় নগদ ১ হাজার ২৪০ টাকাসহ জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
মোঃ সেলিম মিয়া