ঢাকা ০৫:৪৯:২৯ পিএম | ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দৌলতপুরে হেফাজতের বিক্ষোভ মিছিল

  • প্রতিনিধির নাম : | নিউজ প্রকাশের তারিখ : May 12, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 24252 জন
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দৌলতপুরে হেফাজতের  বিক্ষোভ মিছিল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728

গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে  বিক্ষোভ মিছিল করেছে হেফাজত ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখা। 

সোমবার (৭ এপ্রিল) দুপুর  সাড়ে ২.০০ টার দিকে দৌলতপুর উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে হেফাজত ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করেন। এ সময় স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

এ সময় হেফাজত ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার সভাপতি  হাফেজ মাওলানা হাফিজুর রহমান  বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানাই। ইসরায়েল একটি অভিশপ্ত দেশ। যারা নিরীহ মুসলিমদের ওপর হামলা চালিয়ে আসছে তারা কাফের । আমরা ইসরায়েলি সব পণ্য বরকত করলাম। দৌলতপুরে আর কেহ ইসরায়েল পণ্য কিনবেন না। 

বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সংক্ষিপ্ত বক্তব্য শেষে মিছিল দৌলতপুর বাজার  বাসস্ট্যান্ড  সামনে গিয়ে শেষ হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন হেফাজত ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা শাখার সিনিয়র সভাপতি মুফতি মাওলানা রেজাউল করিম,সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীন সহ অন্যান্য নেতা কর্মী।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ তরিকুল মোল্লা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ অটোচালক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ অটোচালক মাদক ব্যবসায়ী গ্রেফতার