ঢাকা | বঙ্গাব্দ

বোমা হামলায় রুশ সেনাবাহিনীর জেনারেল নিহত

  • প্রতিনিধির নাম :আন্তর্জাতিক ডেস্কঃ | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 8025 জন
বোমা হামলায় রুশ সেনাবাহিনীর জেনারেল নিহত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
মস্কোতে গাড়ি বোমা হামলায় রাশিয়ার সেনাবাহিনীর এক সিনিয়র জেনারেল নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মস্কোর বালাশিখায় এ হামলার ঘটনা ঘটে।

দেশটির তদন্ত কমিটি বিবৃতিতে জানিয়েছে, ইউরোসালভ মোসকালিক নামে এই জেনারেল সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান পরিচালন অধিদপ্তরের উপপ্রধানের দায়িত্বে ছিলেন।

তিনি ভকসওয়াগন গলফ মডেলের একটি গাড়িতে ছিলেন। আর তাকে হত্যা করতে ওই গাড়িতে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বসানো হয়। যেটি শার্পনেলে ভর্তি ছিল। পরবর্তীতে এ বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানো হয়।

রাশিয়ার সরকারি বার্তাসংস্থা টাস এক প্রতিবেদনে জানিয়েছে, বালাশিখায় একটি গাড়ি বিস্ফোরিত হয়েছে। আর যে ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে সেটি বাড়িতে তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করে তারা।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পুনরায় বৈঠক করেতে আজ আবারও রাশিয়ায় গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ। তার এ সফরের মধ্যেই মস্কোতে গাড়ি হামলা চালানো হলো।

এই হামলার পেছনে ইউক্রেনের জড়িত থাকার সম্ভাবনা বেশি। সাধারণত রাশিয়ার ভেতর এমন চোরাগুপ্তা হামলা তারাই চালায়। তবে ইউক্রেন এসব হামলার দায় স্বীকার করে না।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
নড়াইলের কয়েকটি গ্রামে গড়ে উঠেছে কাঠ পুড়িয়ে কয়লার ভাটা

নড়াইলের কয়েকটি গ্রামে গড়ে উঠেছে কাঠ পুড়িয়ে কয়লার ভাটা