ঢাকা | বঙ্গাব্দ

বীরগঞ্জে এক রাতে ৩ কৃষকের ৫টি গরু চুরি

  • প্রতিনিধির নাম :রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি: | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 5170 জন
বীরগঞ্জে এক রাতে ৩ কৃষকের ৫টি গরু চুরি ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
ad728
গতকাল রবিবার দিবাগত গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জে ৩ পরিবারের গোয়াল ঘর থেকে ৪ লক্ষাধিক টাকা মুল্যমানের ৫টি  গরু চুরি হয়েছে।

উপজেলার নিজপাড়া ইউনিয়ন কৈকুড়ি গ্রামে প্রেমহরি, দুলাল ও রূপালী বালা'র বাড়ীতে এই চুরি সংঘটিত হয়েছে।
দুলাল রায়ের পিতা খগেন্দ্র নাথ রায় জানান, চুরি যাওয়া গরু গুলোর মধ্যে দুটি গাভীসহ ৪টি গরু ও ১টি বাছুর রয়েছে।
গরু গুলোর অনুমানিক মূল্য ৪ লাখ টাকার বেশী হবে মর্মে জানা গেছে।

প্রেমহরি বলেন, রাত ১২টা পর্যন্ত গরু গুলো গোয়াল ঘরে দেখে আমরা ঘুমিয়েছি। সকালে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরুও নেই। সম্ভবত গভীর রাতে অজ্ঞাত চোরের দল গরুগুলো চুরি করে পালিয়ে গেছে।

নিজপাড়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে গরু চুরির বিষয়টি শুনেছি এবং ক্ষতিগ্রস্তদের কে থানায় অভিযোগ করতে বলেছি।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান,গরু চুরির বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
কিশোরগঞ্জের পাগলা মসজিদ  ইসলামিক কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি

কিশোরগঞ্জের পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি