ঢাকা | বঙ্গাব্দ

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা গত ২দিনে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ২ ভারতীয়কে ধরে এনেছে বাংলাদেশী বিক্ষুব্ধ জনত

  • প্রতিনিধির নাম :ডেস্ক নিউজঃ | নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং | নিউজটি দেখেছেনঃ 995 জন
ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা গত ২দিনে ৪ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ, ২ ভারতীয়কে ধরে এনেছে বাংলাদেশী বিক্ষুব্ধ জনত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেছেন বাংলাদেশিরা।

গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন বিওপি ক্যাম্পের মল্লিকপুর কারুলিয়াপাড়ার ৩২০/৯ এস পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিএসএফের ধরে নিয়ে যাওয়া বাংলাদেশিরা হলেন ধর্মজৈন এলাকার বাসিন্দা ইসরাইলের ছেলে এনামুল হক (৪৫) ও বনগাঁও এলাকার এনামুলের ছেলে মো. মাসুদ রানা (২২)।

 অন্যদিকে বিজিবির হেফাজতে থাকা ভারতীয় নাগরিকেরা হলেন ভারতের গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামের সরেণ টুডুর ছেলে অবিনাশ টুডু (২০) ও লরদু সরেণের ছেলে ফিলিপ সরেণ (৩০)।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল  সকাল থেকে বাংলাদেশি নাগরিক মাসুদ রানা, এনামুল হকসহ কয়েকজন ৩২০/৯ এস পিলারের কাছে বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে নিজ জমিতে ধান কাটছিলেন। ধান কাটা শেষে একই পিলারসংলগ্ন ভারতীয় নাগরিকের জমিতে ধান মাড়াই কার্যক্রম শুরু করেন। তখন বিএসএফ সদস্যরা দুজনকে ধরে নিয়ে যান।

 বিষয়টি জানতে পেরে কারুলিয়াপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা ভারতীয় দুই কৃষককে ধরে নিয়ে কারুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আটকে রাখেন।

 পরে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহমানের মাধ্যমে বিজিবি সদস্যদের হাতে তুলে দেন।

অপরদিকে লালমনিরহাটের পাটগ্রামে গাটিয়ারভিটা সীমান্ত থেকে মাহফুজ ইসলাম রিমন ও সাজেদুল নামের দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ওই দুজন সম্পর্কে মামা–ভাগ্নে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই উপজেলার ধবলসতি গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যায়।

রিমন গাটিয়ার ভিটা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং এসএসসি পরীক্ষার্থী। অপরজন রিমনের মামা বগুড়ার বাসিন্দা সাজেদুল ইসলাম।

স্থানীয় বাসিন্দারা জানায়, পাটগ্রামের ধবলসুতী সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলার এলাকার সীমান্তে একটি চবাগানে মহাস্থানগড় বগুড়া থেকে বেড়াতে আসা সাজেদুল ইসলামকে (২৪) নিয়ে ছবি তুলতে যায় ওই এলাকার মোস্তাকের ছেলে রিমন ইসলাম (১৭)।

এ সময় ওই সীমান্তে ভারতীয় বিএসএফের ২০-২৫ জনের একটি টহল দল তাদের ধাওয়া করে ধরে নিয়ে যায়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে সীমান্তে লোকজন জড়ো হতে থাকে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ৬১ বিজিবি।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, বিজিবি ভারতীয় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ সেলিম মিয়া

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধারের পর সংরক্ষিত বনে অ

মনপুরার লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধারের পর সংরক্ষিত বনে অ