আজ ২৫ নভেম্বর সোমবার সকালে খুলনার পাইকগাছা উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে প্রধান শিক্ষক ভৈরবী রানী রায়-এর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে।
শিক্ষার্থীদের দাবী তাদের ওই শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সঠিক নিয়মে পালন করতে ব্যর্থ। তাদের ভাষ্যমতে তাদের ওই শিক্ষক সরকারি নিয়মনীতি সঠিক ভাবে না মেনে নিজের মনগড়া নিয়মকানুন অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করে থাকে।
তাদের এক দফা দাবী এই শিক্ষকের পদত্যাগ করে একজন শিক্ষাবান্ধব শিক্ষক নিয়োগের মাধ্যমে তাদের এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে এনে শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম অর্জন করা হোক।