ঢাকা | বঙ্গাব্দ

গোস্বামীদুর্গাপুর ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

  • আপলোড তারিখঃ 25-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 192696 জন
গোস্বামীদুর্গাপুর ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।


শনিবার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামীদুর্গাপুরের আসাননগর গ্রামে দুই গ্রুপের মাঝে গোলযোগ সৃষ্টি হয়।


এ ঘটনায় হাবিল (মেম্বর সাবেক) এর পুত্র মামুন মেম্বরকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে স্থানীয়রা মামুনকে আহত অবস্থায় কুষ্টিয়া ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত মামুন গোস্বামী দুর্গাপুর ইউপি সদস্য।


তথ্য সূত্রে জানা গেছে, আসাননগর গ্রামের মাতব্বর হাবিল মেম্বর ও মৃত জুর আলীর ছেলে সালাম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে গোলযোগ চলছিলো দুই গ্রুপের লোকজন একে অপরের মাঠের ফসল কর্তন, দোকান ভাঙচুর সহ বিভিন্ন ভাবে অন্যায় কাজের সাথে জড়িয়ে পড়ে গত ১৯ আগস্ট বিকেলে দুই গ্রুপের সাথে মারামারির ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এবং একজনকে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে রয়েছে।


ঘটনার বিষয়ে ইবি থানার অফিসার ইনচার্জ জানান, আসাননগর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন মাঠে রয়েছে তবে গত ১৯ আগস্টের ঘটনায় ইবি থানায় অভিযোগ দিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন