ঢাকা | বঙ্গাব্দ

ধর্ম বর্ণ নির্বিশেষে পটিয়ার ভান্ডার গাওঁ গ্রামের ছাত্রদের স্বম্মিলিত উদ্যোগে বন্যার্তদের জন্য টাকা কালেকশন করেছেন ছাত্ররা

  • আপলোড তারিখঃ 25-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 193171 জন
ধর্ম বর্ণ নির্বিশেষে পটিয়ার ভান্ডার গাওঁ গ্রামের ছাত্রদের স্বম্মিলিত উদ্যোগে বন্যার্তদের জন্য টাকা কালেকশন করেছেন ছাত্ররা ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে দেশের ১১ জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। 


লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন প্রায় ৫০ লাখ মানুষ। তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে এগিয়ে আসছে দেশের সব শ্রেণি-পেশার মানুষ। বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে ভান্ডার গাওঁ  গ্রামের ছাএ সমাজ বর্ন্যাত্ম্য পরিবারকে সাহায্য  করার উদ্যোগ টি  গ্রহণ করেন তারা তাদের এলাকায় বসবাসরত   মুসলিম , বৌদ্ধ , হিন্দু  দের। 



আত্মিক সহযোগিতায় এ কাজটি সম্পাদন করে তাদের মধ্যে  ছিলো  , তুহিন বড়ুয়া পিয়ন, দিগন্ত বড়ুয়া,  প্রত্যয় বড়য়া , ফরহাদুল ইসলাম, বোরহানুল ইসলাম নয়ন ,নূর করিম, ফাহিম, শরীফ, পলক বড়ুয়া , আদর বড়ুয়া অর্ক,  প্রীতম বড়ুয়া, উৎসব বড়ুয়া,  অর্জিত বড়ুয়া, প্রত্যাশা বড়য়া,  হিমেল বড়ুয়া,  বাধন বড়ুয়া। 


তাদের পক্ষ থেকে তুহিন বড়ুয়া জানান স্বাধীন ৭১ কে বলেন  চলুন সবাই মিলে বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে আর একবার এগিয়ে আসি শৈশবে শেখা কবি কামিনী রায়ের "সুখ" কবিতাটা যেন শুধুই কবিতার লাইন হয়ে না থাকে। কবিতাকে দৈনন্দিন জীবনে আর একবার প্রয়োগ করি।


এখন দেখা যাচ্ছে  রাস্তায় মধ্যে  অনেক সংগঠন বা স্কুল কলেজের ছাত্র-ছাত্রী বিভিন্ন  জায়গায় বন্যা ক্ষতিগ্রস্ত  মানুষের পাশে দাঁড়ানোর জন্য  তারা জায়গায় জায়গায় সাহায্যর বাক্স নিয়ে দাড়িয়ে আছে আপনাদের  সামান্য একটু মহানুভবতা বন্যা দুর্গত অসহায় একটি পরিবারকে সাহায্য করতে পারে এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতে আপনার মাত্র (১০/২০ টাকা) অনুদান একটি বন্যা দুর্গত পরিবারকে নিম্নোলিখিত প্রয়োজনীয় সামগ্রীগুলো কিনতে সাহায্য করবে।


বিশেষভাবে  ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভান্ডার গাওঁ  গ্রামের প্রত্যেকটা  পরিবার  কে যে যত  টাকা পারে তা দিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে চেন মানবতার  জয় হউক  


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন