ঢাকা | বঙ্গাব্দ

৬ দফা দাবিতে কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ 21-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 91375 জন
৬ দফা দাবিতে কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জে ৬ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদ জেলা শাখা।

বুধবার (২০ নভেম্বর) শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত এক ঘণ্টা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শুধু আশ্বাস নয়, অবিলম্বে আমাদের ৬ দফা দাবির বাস্তবায়ন চাই। নাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে-স্বতন্ত্র পরিদপ্তর গঠন করা, ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর গেজেটেড) পদমর্যাদা প্রদান করে WHO এর আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টিপূর্বক চাকুরীজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করা, ঢাকা আইএইচটিকে “বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি” নামকরণে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে উক্ত বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএইচটিসমূহের জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগবিধি ও অসঙ্গতিপূর্ণ গ্রেড সংশোধন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা ও সকল অনুষদের বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করা।

মানববন্ধনের বক্তব্য রাখেন- শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট মো. আনিছুর রহমান, ল্যাবরেটরি টেকনোলজিস্ট তানভীর আহমেদ, রতন আলী, রেডিওথেরাপি টেকনোলজিস্ট মামুন অর রশিদ।

এছাড়াও বিভিন্ন হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ এ মানববন্ধনে উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ রিয়াদ হোসেন শান্ত

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন