ঢাকা | বঙ্গাব্দ

হোসেনপুরে ভয়াবহ আগুনে পুড়লো দোকান পাট

  • আপলোড তারিখঃ 02-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 108744 জন
হোসেনপুরে ভয়াবহ আগুনে পুড়লো  দোকান পাট ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে  ৮ টি দোকানের সব মালামাল পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।


শুক্রবার, ১ নভেম্বর ভোর সাড়ে ৪ টার দিকে পৌর এলাকার মিষ্টিপট্টি চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মিষ্টি পট্টি মোড়ে আলাল মিয়ার হোটেল থেকে আগুনের লেলিহান দেখতে পায় স্থানীয় লোকজন স্থানীয় লোকজনের ডাক চিৎকারে হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ছুটে আসে।


 ব্যবসায়ীরা যখন দিন শেষে যে যার বাড়িতে ঘুমে আচ্ছন্ন তখন শেষ রাতের আগুনে সব নিঃশেষ হয়ে গেছে আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এতে একটি ফার্মেসী,দুইটি হার্ডওয়্যার,দুইটি হোটেল,একটি মুদি দোকান,একটি জুতা ও একটি পান দোকান পুড়ে ছাই হয়ে যায়। 


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট  ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সব কিছুই পুড়ে ছাই হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল,সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ- আল- সোহান।


হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানো শুরু করে এতে ৪ টি ইউনিট কাজ করে কিছু মালামাল উদ্ধার করে ও আগুন নিয়ন্ত্রণ করে। 


উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ রিপন আহমেদ

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন