ঢাকা | বঙ্গাব্দ

লালমনিরহাটে অন্ডকোষ এবং কান ছেড়ে নিয়ে গেল শিয়াল

  • আপলোড তারিখঃ 21-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20533 জন
লালমনিরহাটে অন্ডকোষ এবং কান ছেড়ে নিয়ে গেল শিয়াল ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

লালমনিরহাটে শিয়ালের কামড়ে ৯ জন আহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের সার্কিট হাউজ-পুলিশ লাইন ও বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  



প্রত্যক্ষদর্শী সাইদুল ইসলাম জানান, তার দোকানের সামনে একটি শিয়াল আকস্মিক প্রবেশ করে পথচারী যাকে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। এসময় শিয়ালটিকে কুকুর আক্রমণ করতে গেলে উল্টো শিয়ালটিই কুকুরগুলোকে ধাওয়া দিয়েছে। পরে তিনি ও তার দোকানের কর্মচারী এবং শহরের লোকজন শিয়ালটিকে মারার জন্য ধাওয়া করেও ধরতে পারেনি। পরে শিয়ালটি লোকজন দেখে লোকালয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে আবার লোকজনকে আক্রমণ করে। 


তিনি আরো জানান, ইতিমধ্যে শচিন নামে শ্রমিক নেতার অণ্ডকোষ ও মোখলেস নামে এক মধ্যবয়সী লোকের কান কামড়ে নিয়ে গেছে শিয়ালটি। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 



শিয়ালের কামড়ে আহত শ্রমিক নেতা জেমস পিটার শচিন জানান, জেলা শহরের হাড়িভাঙ্গা থেকে পুলিশ লাইন ও সার্কিট হাউজের সামনে দিয়ে মিশনমোড় যাচ্ছিলেন তিনি। হঠাৎ কোথা থেকে একটি শিয়াল এসে তাকে আক্রমণ করে। এ সময় শিয়ালটি তার অণ্ডকোষের কিছু অংশ কামড় দিয়ে নিয়ে যায় এবং তার শরীরের বিভিন্ন স্থানে কামড় বসিয়ে দেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।



এ বিষয়ে লালমনিরহাট ২৫০-শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সামিরা হোসেন চৌধুরী বলেন, আমাদের এখানে শিয়ালের কামড়ে আহত অবস্থায় চারজন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে আলিফ নামে একজন শিশুও রয়েছে। আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শচিন ও মোখলেস নামে দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 



লালমনিরহাট বন বিভাগের কর্মকর্তা মাহবুবুল হক বলেন, খাবার সংকট এবং বাসস্থানের অভাবে শিয়ালসহ কিছু বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করেছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ৯ থেকে ১০ জন পথচারীকে শিয়াল কামড় দিয়ে আহত করেছে। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তারা জনগণের নিরাপত্তার বিষয়টি দেখছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ মোঃ সেলিম মিয়া

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন