উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিবুর রহমান এমপি বলেছেন বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন বাংলাদেশের সমস্ত দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে।
বঙ্গবন্ধু কন্যার নির্দেশনায় আমরা যথা সময়ে মানুষের পাশে দাড়েছি ও জানমালের ক্ষতি কমাতে সক্ষম হয়েছি। ২৯ মে বুধবার সকাল ১১ টায় খুলনার কয়রা উপজেলার কপোতাক্ষ ডিগ্রি মহাবিদ্যালয় এর মাঠে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান বিতরন কালে একথা বলেন। তিনি আরো বলেন বিশ্বের যে কোন দেশকে দুর্যোগ মোকাবেলায় আমরা সাহায্য করে থাকি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, দেখে আসবে এবং কয়রা -পাইকগাছা কে নিজের এলাকা মনে করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন খুলনা ৬ কয়রা -পাইকগাছা আসনের সংসদ সদস্য মোঃ রশিদুজ্জামান। তিনি মানুষের জন্য টেকসই ভেড়িবাঁধ নির্মাণের দাবী জানান এবং রাস্তাঘাট ঘরবাড়ি দ্রুত সংস্কারসহ সর্বোপরি বিশুদ্ধ পানি ধরে রাখার জন্য পানির ট্যাঙ্কি প্রদানের কথা মন্ত্রীর উদ্দেশ্য বলেন। উপজেলা নির্বাহী অফিসার বিএম তরিকুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির সঞ্চালনায় ত্রান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এনডিসি মোঃ কামরুল হাসান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন খুলনা পুলিশ সুপার সাইদুর রহমান।