ঢাকা | বঙ্গাব্দ

হোসেনপুরে ফিসারীতে হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার

  • আপলোড তারিখঃ 22-12-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 56104 জন
হোসেনপুরে ফিসারীতে হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

কিশোরগঞ্জের হোসেনপুরের মেসার্স কল্যানী ফিস প্রডাক্ট লিমিটেড এ হামলা, চাঁদা দাবি ও হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মামলার এজহারভূক্ত আসামি নুরে আলম এরশাদ(৩৮) হোসেনপুর উপজেলার লাখুহাটি এলাকার মো. তোতা মিয়ার ছেলে।

রবিবার, ২২ ডিসেম্বর রাত সাড়ে ৩টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উপজেলার হরিশচন্দ্র পট্টি এলাকা থেকে  গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিক দের  বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) মো. নাজমুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি বছরের ২৩ নভেম্বর  অনুমান ১০ টায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন মেসার্স কল্যানী ফিস প্রডাক্ট লিমিটেড এর লাখুহাটি মৌজাস্থ পানান বিলে মাছ ব্যবসাকে কেন্দ্র করে কতিপয় দুস্কৃতিকারী বেআনী-জনতাবদ্ধে অনধিকার প্রবেশ করে চাঁদা দাবি ও হত্যার উদ্দেশ্যে কর্মচারীর উপর হামলা করে গুরুত্বর জখম করে।

ওই হামলার ঘটনায় মো. মশিউর রহমান(৩৯) বাদি হয়ে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন।  

ওই মামলার প্রেক্ষিতে মামলার ৩ নম্বর এজহার নামীয় আসামি নুরে আলম এরশাদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিকে হোসেনপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন