ঢাকা | বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার পেয়ে হাসি ফুটল ৩ হাজার ৬ শ কৃষকের মাঝে

  • আপলোড তারিখঃ 01-07-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 244834 জন
বোরহানউদ্দিনে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার পেয়ে হাসি ফুটল ৩ হাজার ৬ শ কৃষকের মাঝে ছবির ক্যাপশন: স্বাধীন ৭১
LaraTemplate

ভোলার বোরহানউদ্দিনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ রিমালে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার ৩০ জুন সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান-উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা কৃষি কর্মকতা গোবিন্দ মন্ডল।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার পরিদর্শক(তদন্ত) মোঃ আলাউদ্দিন,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলী হীরা,বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আকতারুন নেছা রিনু,বোরহানউদ্দিন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সহ আমন্ত্রণিত অতিথিবৃন্দ।

এ সময় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কৃষকরা সকল ধরনের সুযোগ-সুবিধা পেয়েছে।

 তারা বলেন,ঘূর্ণিঝড় রিমালে কৃষকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সেই কথা চিন্তা করে সারা দেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক বিতরণ করার ব্যবস্থা করেছেন।

 এইজন্য উপস্থিত সকলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে হতদরিদ্র কৃষকের মুখে হাসি ফুটেছে। তারা বলেন এ সরকারের আমলে তারা ন্যায্য মূল্যে চাষের জন্য সকল প্রকার উপকরণ কিনতে পারছেন এবং বিক্রি করার ক্ষেত্রে তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন।

এক্ষেত্রে উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল তাদের সকল ধরনের সহযোগিতা করে যাচ্ছেন ও বলে জানান কৃষকরা।

এভাবে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল বলেন,আমি সব সময়ই অসহায় হতদরিদ্র কৃষকদের পাশে ছিলাম এবং রয়েছি।

 মাননীয় প্রধানমন্ত্রীর পণ্যাগুলো উপহার যারা পাওয়ার যোগ্য,তারাই যেন পায় সেজন্য চেষ্টা করে যাচ্ছি।

 তিনি আরো বলেন,ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত তিন হাজার ছয়শো কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ স্বাধীন ৭১

সর্বশেষ সংবাদ
notebook

কয়রার দরিদ্র মেধাবী শিক্ষার্থীর সহযোগিতায় জিয়াউর রহমান ফাউন্ডেশন