৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খুলনার তেরোখাদা উপজেলায় আগামী (২১ মে মঙ্গলবার) ভোট অনুষ্ঠিত হবে।
আজ মধ্য রাত থেকে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। ব্যাপকভাবে জনগণের মাঝে নির্বাচনী আমেজ পৌঁছে দিয়েছে নির্বাচনী তেরখাদা উপজেলায় প্রার্থীরা। এবার মোট ১০ জন প্রার্থী তিনটি পদে নির্বাচন করছে।
তার ভিতরে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুইজন তারা হলেন জনাব শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু( দোয়াত কলম) এবং আবুল হাসান মুসাল্লী( আনারস)পথিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ দুই চেয়ারম্যান পদপ্রার্থী ব্যাপকভাবে তেরখাদা উপজেলায় নির্বাচনী সাড়া ফেলেছে।এবং উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান (টিয়াপাখি) জনাব শারাফাত মুক্তি (টিউবওয়েল) শেখ মোঃআনিছুর (তালা) এবং ওবায়দুল্লাহ (উড়োজাহাজ ) পথিক নিয়ে নির্বাচন করবেন।
উক্ত উপজেলা নির্বাচনে মহিলা বাহিত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাখি রানী বিশ্বাস (পদ্মফুল) আঞ্জুয়ারা সুমি (ফুটবল) শামীমা আক্তার (হাঁস) মলিনা খাতুন (কলস) পথিক নিয়ে নির্বাচন করবেন। নির্বাচনীয় প্রচার এর দিক দিয়ে অন্যান্য প্রার্থীদের থেকে দুই চেয়ারম্যান পদপ্রার্থী অনেক এগিয়ে রয়েছে।